ইথিওপিয়ার সেনাপ্রধানকে গুলি করে হত্যা

  • আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ , ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ , ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে এক সহিংসতায় দেশটির সেনাপ্রধান শের মেকোনেনকে গুলি করে হত্যা করা হয়েছে। 

রোববার (২৩ জুন) সকালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ স্থানীয় গণমাধ্যমে বলেন, 'একটি বৈঠক চলাকালীন সময়ে শের মেকোনেন গুলিবিদ্ধ হয়েছেন।'  

তবে, এই সহিংসতার পিছনে কে বা কারা জড়িত ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে, দেশটির ব্রিগেডিয়ার জেনারেল থিফরা ম্যামো এক সংবাদ সম্মেলনে বলেন, 'সহিংসতার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে।'

বিজ্ঞাপন
 ইথিওপিয়া
ইথিওপিয়ার আমহারা অঞ্চল, ছবি: সংগৃহীত

 

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এখন ইন্টারনেট সেবা বন্ধ আছে।

স্থানীয়রা জানান, ঐ সময় প্রচণ্ড গুলি বিনিময়ের শব্দ শোনা যায়।     

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৮ সালে দেশটির ক্ষমতায় আসেন। তিনি ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।