চীনে ভূমিকম্পে নিহত ১২, আহত ১২৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধারকার্য চলছে, ছবি: সংগৃহীত

ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধারকার্য চলছে, ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলের চ্যাংজিং প্রদেশের ইয়বেনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। এই ভূমিকম্পে অন্তত আরও ১২৫ জন আহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

সোমবার (১৭ জুন) রাতে এ অঞ্চলে রিখটার স্কেল ৬ ও ৫.১ মাত্রার পরপর দুইটি ভূমিকম্প হয়। স্থানীয় ভূ-তত্ত্ব জরিপ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৬ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

চীনে ভূমিকম্পে নিহত ১২, আহত ১২৫

চীনের প্রাদেশিক সরকার জানান, ভূমিকম্পে কয়েক হাজার ঘর-বাড়ি ভেঙে গেছে। ইতোমধ্যে প্রায় চার হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে উদ্ধার কাজের কার্যক্রম নির্বিঘ্ন করতে ইয়বেন থেকে শহরের প্রধান সড়কগুলো বন্ধ রাখা হয়েছে। চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্প আসার এক মিনিট আগে ইয়বেনে একটি আগাম সতর্কতা ধ্বনি বেজে ওঠে।

এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ৩০০ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।