নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহরে তিনটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৯ জন।

স্থানীয় সময় সোমবার (১৭ জুন) দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে জানান, রোববার (১৬ জুন) রাতে বোর্ণ প্রদেশের প্রত্যন্ত কনদুয়া অঞ্চলে একটি হলে ফুটবল ম্যাচ দেখতে সমাবেত হন স্থানীয়রা। সেখানে দুইটি মেয়ে ও একটি ছেলে মিলে তিনটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ২৪ জন নিহত হন।

বিজ্ঞাপন

দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, হামলাকারীরা একই এলাকার তিনটি ভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল। বিস্ফোরিত হলটি থেকে কয়েক কিলোমিটার দূরে হামলাকারী এক মেয়ে অবস্থান নেয়। সেখানে বিস্ফোরণে ছয়জন মারা যান। ১৭ জনের বেশি আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতাল থেকে দেশটির রাজধানী ময়দুগুরিতে স্থানান্তর করা হয়েছে।

এদিকে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির ক্ষুদ্র জঙ্গি গোষ্ঠী দ্বারা স্থানীয় মসজিদ কিংবা বাজারে এমন বিস্ফোরণ এবং শিশু অপহরণের ঘটনা আগেও ঘটেছে বলে দেশটির প্রশাসন জানিয়েছে।

সূত্র: আল জাজিরা।