হংকংয়ে বিক্ষোভ: ক্যারি ল্যামের পদত্যাগ দাবি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হংকং বিক্ষোভ ছবি: সংগৃহীত

হংকং বিক্ষোভ ছবি: সংগৃহীত

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগ দাবি করে দেশটিতে এখনও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। 

সোমবার (১৭ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানানো হয়, হংকং শহরজুড়ে ২ মিলিয়ন মানুষ এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে।

বিজ্ঞাপন

হংকংয়ের জনসু ওং(২২) নামের এক শিক্ষার্থীর নেতৃত্বে চলছে এই গণবিক্ষোভ।

 জনসু ওং
শিক্ষার্থী জনসু ওং 

শনিবার (২৫ জুন) চীনের প্রত্যর্পণ বিল  স্থগিতের ঘোষণা দেন দেশটির প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। এই ঘোষণা দেওয়ার পর, রোববার (১৬ জুন) ক্যারি ল্যামের পদত্যাগের দাবি জানিয়ে ফের গণসমাবেশের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন, 

চীনের প্রত্যর্পণ বিলের প্রতিবাদে নতুন ‘আমব্রেলা মুভমেন্ট’

প্রত্যর্পণ বিল স্থগিত করল হংকং সরকার