জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের বাণিজ্যিক চুক্তি হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি চীনের সঙ্গেও করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ মে) জাপানের টোকিও শহরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে জাপানের একটি চুক্তি হবে।’

জাপানের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অবিশ্বাস্য রকমের বড় বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি জাপানের সঙ্গে আমাদের যে চুক্তি হবে, একইভাবে চীনের সঙ্গে একটি চুক্তি হবে।’

এ সময় ট্রাম্প চীনা সরকারের অনেক শিল্পে ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করেন এবং তিনি বিশ্বাস করেন না যে চীন এটি চালিয়ে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হাজার হাজার লোক চীন থেকে ব্যবসা ছেড়ে যাচ্ছেন।’

বাণিজ্যিক শুল্ক পরিশোধ এড়াতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে আসবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

সূত্র:সিএনএন