মালয়েশিয়ায় শ্বাসরোধ হয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  • স্পেশাল করেসপনেডন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ম্যানহোলে কাজ করতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু হয় এবং দুইজন আহন হন/ ছবি: সংগৃহীত

ম্যানহোলে কাজ করতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু হয় এবং দুইজন আহন হন/ ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ম্যানহোলে কাজ করার সময় শ্বাসরোধ হয়ে একজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (২৫ মে) রাতে মালয়েশিয়ার ইপোহ-লুমুত সড়কের পাশে একটি পেট্রোল স্টেশনের সামনের ম্যানহোলে কাজ করছিলেন তারা।

বিজ্ঞাপন

মেরু রায়া ফায়ার এন্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান সাহরুদি মোহাম্মদ হালিল রোববার (২৬ মে) সকালে গণমাধ্যমকে জানান, শনিবার রাত ৭টা ৪০ মিনিটে এই দুর্ঘটনার একটি ফোন আসলে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তারা।

মোহাম্মদ হালিল বলেন, ‘তিনজন শ্রমিক ম্যানহোলের সংস্কারের কাজ করছিলেন। তবে যখন আমাদের উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছান, তার আগেই স্থানীয়রা ম্যানহোল থেকে ঐ ব্যক্তিদের উদ্ধার করে।’

'যখন আমরা অ্যাম্বুলেন্সের পৌঁছানোর জন্য অপেক্ষা করছিলাম, তখন তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছিল। তখনই দেখা যায় ৩০ বছর বয়সী একজন বাংলাদেশির নাড়ির স্পন্দন বন্ধ হয়ে গেছে।'

তিনি বলেন, ‘এছাড়াও অন্য দুইজন বাংলাদেশি স্থানীয় রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিশেষ একটি দল ঐ ম্যানহোল পরিষ্কারের কাজ করছে।’

প্রাথমিকভাবে মৃত বাংলাদেশি শ্রমিক ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি দেশটির ফায়ার এন্ড রেসকিউ ডিপার্টমেন্ট।