ব্রাজিলে বারে বন্দুকধারীদের হামলায় নারীসহ নিহত ১১

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাজিলের উত্তরাঞ্চেলের একটি বারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

রোববার (১৯ মে) বিকেলে দেশটির পারা রাজ্যের বেলেম শহরে এ ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিজ্ঞাপন

পারা রাজ্যের মুখপাত্র নাতালিয়া মেলো এ ঘটনাটিকে ‘গণহত্যা’ বলে নিশ্চিত করেছেন, তবে বিস্তারতি কিছুই জানাননি।

দেশটির সংবাদ মাধ্যম জি-ওয়ানে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে ছয়জন নারী এবং পাঁচজন পুরুষ। একটি মোটরসাইকেল এবং তিনটি গাড়িতে করে এসে হামলা চালায় সাত ব্যক্তি। হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যায় তারা।

এর আগে নিরাপত্তা জোরদারে মার্চের শেষ দিকে বেলেমে ফেডারেল সরকারের ন্যাশনাল গার্ড বাহিনীকে ৯০ দিনের জন্য পাঠানো হয়। এরপর এ হামলার ঘটনা ঘটে।