মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি গুরুতর আহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কন্টেইনার উল্টে শ্রমিকদের উপর পড়ে/ ছবি: সংগৃহীত

কন্টেইনার উল্টে শ্রমিকদের উপর পড়ে/ ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেনাংয়ে কন্টেইনারের নিচে চাপা পড়ে ১০ বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে দেশটির একটি স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে।

মালয়েশিয়ান অনলাইন সংবাদ মাধ্যম সিনার সূত্রে জানা গেছে, পুলাও পেনাংয়ের কুয়ালা জালান বারু এলাকায় ভবন নির্মাণ সাইটে কর্মরত ১০ বাংলাদেশি গুরুতর হয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার (৬ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচণ্ড বৃষ্টির সময় কনটেইনারের পাশে অবস্থান নেওয়া বাংলাদেশিদের উপর আঁছড়ে পড়ে একটি কন্টেইনার।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ১০ জন। তাদের সবাই বাংলাদেশি শ্রমিক। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। আহত বাংলাদেশিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪৫ বছর।

পেনাং ফায়ার সার্ভিস বিভাগের প্রধান সাধন মোক্তার সিনার-কে বলেন, ‘সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে আমরা ইমার্জেন্সি ফোন পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মুষলধারে বৃষ্টির সঙ্গে বাতাসের কারণে কন্টেইনারগুলো তাদের ওপর আঁছড়ে পড়ে। হতাহত বাংলাদেশিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান উদ্ধারকর্মীরা।