শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ করেছে দেশটির সরকার, ছবি: সিএনএন

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ করেছে দেশটির সরকার, ছবি: সিএনএন

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনার পর দেশটির সরকার বোরকা, নিকাবসহ মুখ ঢেকে রাখা যায় এমন সব পোশাক নিষিদ্ধ করেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

রোববার (২৮ এপ্রিল) প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বিশেষ এক ক্ষমতা বলে এই নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ এপ্রিল) থেকেই এই নির্দেশনা মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার প্রধান। তবে ধর্মীয় দিক বিবেচনা করে নারীরা মাথায় ওড়না বা হিজাব ব্যবহার করতে পারবেন।

শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার পর থেকেই বোরকা নিষিদ্ধে দেশটির পার্লামেন্টে বেশ কয়েকবার আলোচনা হয়। গত সপ্তাহে পার্লামেন্টের সংসদ সদস্য অশু মারাসিংহে বোরকা, হিজাব ও মুখ ঢেকে রাখা যায় এমন পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব করেন।

এদিকে, সিরিজ বোমা হামলার পর থেকেই দেশটির অনেক মুসলমান দেশটিতে আক্রমণের শিকার হয়েছেন। এ কারণে অনেকেই বোরকা পড়া বন্ধ করে দেন।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটি গির্জা ও তিনটি হোটেল সবমিলিয়ে ৮ জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২৯০ জন নিহত ও ৫০০ জনের মতো আহত হয়েছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় হামলায় নিহতের তালিকা থেকে ১০৬ জন উধাও!

আরও পড়ুন: আত্মঘাতী হামলাকারী পড়ালেখা করেছিলেন অস্ট্রেলিয়ায়!

আরও পড়ুন: শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করেছে আইএস