শ্রীলঙ্কায় হামলার ঘটনায় ২৪ জন আটক

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

হামলার পর ঘটনাস্থলে পুলিশের পাহারা

হামলার পর ঘটনাস্থলে পুলিশের পাহারা

শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ইস্টার সানডে চলাকালীন সময়ে একাধিক গির্জা ও হোটেলে ভয়াবহ হামলায় জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে।

বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় প্রায় ৫০০ জনের মতো আহত হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রোববারের (২১ এপ্রিল) এ হামলায় নিহতের সংখ্যা রাত পর্যন্ত বলা হয়েছিল ২০৭ জন। আহতের সংখ্যা বলা হয়েছিল ৪০০জন।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকরা জানান, হামলায় জড়িত থাকতে পারেন এমন ২৪ জনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হামলার সাথে জড়িত সেটা নিশ্চিত নন।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

আরও পড়ুন: শ্রীলঙ্কার বোমা হামলায় ৩২ বিদেশি নিহত

আরও পড়ুন: ছবিতে শ্রীলঙ্কা হামলা