কলম্বোতে গির্জা ও হোটেলে বিস্ফোরণে ২০ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিস্ফোরণের পর কলম্বোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে/ ছবি: সংগৃহীত

বিস্ফোরণের পর কলম্বোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে/ ছবি: সংগৃহীত

শ্রীলংকার রাজধানী কলম্বোতে দুইটি গির্জায় ও একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে।

বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিল, তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

শ্রীলংকার পুলিশের বরাত দিয়ে দেশটির দ্য ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে, তিনটি গির্জায় অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। এছাড়া তিনটি পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণের খবর দিচ্ছে পত্রিকাটি। আহতদের মধ্যে বিদেশি পর্যটক রয়েছে বলে খবর পাওয়া গেছে।

..........