প্যারিসে নটর ডেম ক্যাথেড্রাল গির্জায় আগুন

৮৫০ বছরের পুরনো গির্জার পুরোটাই ধসে পড়তে পারে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গির্জার একটি টাওয়ার ধসে পড়েছে, ছবি: সংগ্রহীত

গির্জার একটি টাওয়ার ধসে পড়েছে, ছবি: সংগ্রহীত

ফ্রান্সের প্যারিসে নটর ডেম ক্যাথেড্রাল গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়েছে গির্জার ছাদ ও ৯৫ ফুট লম্বা টাওয়ার। ধারণা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে গির্জার পুরোটাই ধসে পড়তে পারে।

স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) বিকেলে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে গির্জা মেরামতের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/16/1555361432095.gif

ফায়ার সার্ভিসের প্রধান জন ক্লেড জিলেট জানিয়েছেন, আমরা নিশ্চিত নই আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নেভাতে সক্ষম হবে কিনা। তবে তারা খুব দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। 

তিনি আরও জানিয়েছেন, আমরা এটাও নিশ্চিত নই যে নটর ডেমের দ্বিতীয় টাওয়ারকে আমরা আগুনের হাত থেকে বাঁচাতে পারব। যদি এটা ধসে যায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/16/1555361450258.PNG

প্যারিসের মেয়র আন্নে হিদাল্গো এই আগুনকে ভয়াবহ উল্লেখ করে সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রাল 'আইকোনিক' গির্জা হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত।