এবার নেদারল্যান্ডের ট্রামে সন্ত্রাসী হামলা, নিহত ১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডের ইউৎরেখ শহরে একটি ট্রামে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে বলে জানা। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে এ হামলায়।

স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে একজন বন্দুকধারী ২৪ অক্টোবর স্কয়ারে একটি ট্রামে গুলি ছোড়া শুরু করে বলে জানান একজন প্রত্যক্ষদর্শী।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য তিনটি এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল হল্যান্ড পুলিশ এর মুখপাত্র জস্ট ল্যানসহেইজ।

তদন্তকারী পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে কর্তৃপক্ষ দ্বারা শহরের পশ্চিম অংশ ঘেরাও করে সকল ধরণের যান চলাচল বন্ধ করা হয়েছে।

হামলাকারী গাড়ির সাহায্যে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কর্তব্যরত পুলিশ আশঙ্কা করছে, এই হামলার পেছনে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডমূলক উদ্দেশ্য’ থাকতে পারে।