কাবুলের সরকারি ভবনে হামলা, নিহত ৪৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হামলায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে, ছবি: সংগৃহীত

হামলায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে, ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আরও ডজনখানেক আহত হয়েছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে দেশটির জনকল্যাণ মন্ত্রণালয়ে বন্দুকধারীরা হামলা চালায়। এতে শতাধিক মানুষ ভবনটিতে আটকা পড়ে। খবর আল-জাজিরার।

বিজ্ঞাপন

পরে বন্দুকধারীদের সাথে দেশটির নিরাপত্তা কর্মীদের প্রায় দুঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এতে ঘটনাস্থলেই ২৮ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় অনেককে হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। আহতদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/25/1545717263061.JPG

নিহতদের বেশিরভাগ দেশটির সরকারি কর্মকর্তা। এছাড়া একজন পুলিশ কর্মকর্তাও বন্দুকযুদ্ধে প্রাণ হারান। তিন হামলাকারীও আফগান নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ডেনিস।

হামলা সম্পর্কে স্থানীয় এক দোকানদার বলেন, ‘আমরা এখানে ব্যাপক গুলির শব্দ শুনতে পায়। এতে আমরা সবাই ভয় পেয়ে অন্যত্র চলে যায়।’

তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের জন্য কোন গোষ্ঠীকে দোষী সাব্যস্ত করা হয়নি।