মিন্নির জামিন আবেদন নামঞ্জুর

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আদালত চত্বরে মিন্নি, ছবি: পুরনো

আদালত চত্বরে মিন্নি, ছবি: পুরনো

বরগুনায় আলোচিত রিফাত হত্যার প্রধান সাক্ষী নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নির জামিন আবেদন করেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।

মিন্নির পক্ষে আইনজীবী ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহববুল বারী আসলাম, এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর পটুয়াখালী ইউনিটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী অ্যাডভোকেট দীপক চন্দ হালদার। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের চার জন সদস্য।

বিজ্ঞাপন

তারা হলেন- আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র স্টাফ ল-ইয়ার অ্যাডভোকেট আবদুর রশীদ, সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবীর, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান, তদন্তকারী হাসিবুর রহমান প্রমুখ।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জিব দাশসহ আনেকে।

মিন্নির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহববুল বারী আসলাম বলেন, আসামিদের মধ্যে মিন্নিও রিফাত হত্যার সঙ্গে জড়িত- এ কথা বলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জিব দাশ বলেন, প্রধান সাক্ষী মিন্নি নিজেই স্বীকারোক্তি দিয়েছে এই হত্যার সঙ্গে সে জড়িত - এ কারণে জামিন নামঞ্জুর করেছেন আদালত ।