‘এসডিজি বাস্তবায়নে এনজিওর সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার’

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

নির্ধারতি সময়ের আগেই এসডিজি লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নে বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেন, এনজিওগুলোর মাঠে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা আছে। অস্বীকারের উপায় নেই। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু আমরা সরকার, ওনারা মোর ফেলেক্সিবল, ওনারা টোটালি ফ্রি। দুই সেক্টরকে যদি আমরা সিস্টেমের মধ্যে আনতে পারি আমরা লাভবান হবো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসডিজি কৌশলপত্র বাস্তবায়ন সংক্রান্ত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ‘এসডিজি স্ট্রাটেজি: এমপাওরিং ওমেন এন্ড মেন টু এন্ড দেয়ার ওন হাঙ্গার'  শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক এনজিও দি হাঙ্গার প্রজেক্ট-ল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার

পরিকল্পনা মন্ত্রী বলেন, এসডিজি বিষয়টা ইউনিভার্সাল, কাউকে পিছিয়ে রেখে নয় বরং সবাইকে নিয়ে আগানো এটা আমাদের কৌশল। দুটি বিষয়েই আমাদের লক্ষ্য রাখতে হয়। কাউকে বাদ দিয়ে নয় সবাইকে সাথে নিয়ে আগাতে হবে।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা আমাদের অভিজ্ঞতা বিনিময় করেছি। এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা স্টার পারফরমার ছিলাম। এখন আমাদের লক্ষ্য এসডিজি বাস্তবায়ন- যেটা একটু কষ্টসাধ্য। তবে আমরা যদি একসাথে কাজ করি তাহলে ২০৩০ সালের আগেই এসডিজির লক্ষ্যগুলো অর্জন করতে পারব।

সভায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব ড.শামসুল আলম, পরিকল্পনা সচিব নুরুল আমিন প্রমুখ।