নগদ-এর অ্যাকাউন্ট বিনামূল্যে

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডিজিটাল লেনদেন ব্যবস্থা নগদ/ ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেন ব্যবস্থা নগদ/ ছবি: সংগৃহীত

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ব্যবস্থা নগদ-এর গ্রাহকদের বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে জাতীয় জন প্রশাসন দিবস উপলক্ষে অ্যাকাউন্ট খোলার আয়োজন করেছে ডাক অধিদফতর।

বেলুন ও পায়রা উড়িয়ে রাজধানীর ডাক অধিদফতরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমুখ।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/23/1563887775876.gif

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ দেশব্যাপী তাদের কাজ পরিচালনা করছে। এত অল্প সময়ে মানুষের যে পরিমাণ সহায়তা পাচ্ছে ও মানুষের যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে নগদ-এর প্রতি, এটি প্রায় দুর্লভ।’

তিনি বলেন, ‘দেশব্যাপী ডাক বিভাগের মতো এত বড় নেটওয়ার্ক আর কোনো প্রতিষ্ঠানের নেই। তৃণমূল পর্যায়ে পণ্য কিংবা অর্থ পৌঁছে দেওয়ার সক্ষমতা অন্য কারও নেই। আমরা ডাক বিভাগের নেটওয়ার্ককে আরও ডিজিটাল করছি। নগদ-এর মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘টেলিকম বিভাগের পক্ষ থেকে নগদ-কে ডাক বিভাগের সেবা হিসেবে সরকারের সকল সেবার কেন্দ্রবিন্দুতে নিতে পারি এবং সাধারণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হিসেবে নিতে পারি।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/23/1563887794969.gif

অনুষ্ঠানে নগদ-এর উদ্যোক্তারা বিনামূল্যে গ্রাহকের অ্যাকাউন্ট খুলে দেন। এ সময় অনেকে উৎসাহ নিয়ে নগদ-এর অ্যাকাউন্ট খুলতে দেখা যায়।

প্রসঙ্গত, সারাদেশে নগদ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে যে কেউ বিনামূল্যে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। নিজে নিজে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খুব সহজে একজন গ্রাহক নগদ উদ্যোক্তার কাছ থেকে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন।