দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএসই’র সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন/ ফাইল ছবি

ডিএসই’র সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন/ ফাইল ছবি

নতুন অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে চলা দরপতনের প্রতিবাদে আবারো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর পৌনে ৩টায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে পুঁজিবাজারের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগ, নতুন করে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন ও প্লেসমেন্ট বন্ধ, ১০ হাজার কোটি টাকার নতুন ফান্ড গঠন, বোনাস শেয়ার ও রাইট শেয়ার দেওয়া বন্ধের দাবি জানানো হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘পুঁজিবাজারে অস্থিতিশীলতায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন সহ কমিশনারের পদত্যাগ চাচ্ছি। পাশাপাশি কমিশনের পুনর্গঠন করার জোর দাবি জানাচ্ছি।’

সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, ‘খারাপ কোম্পানির আইপিওর অনুমোদনের কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে। বাজারের স্বার্থে এই মুহূর্তে আইপিও বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার দেশের উন্নয়নে প্রয়োজনীয় অর্থ শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এমনভাবেই চলে। কিন্তু আমাদের দেশে এর অবস্থান পুরোটাই ভিন্ন। পুঁজিবাজারকে তালিকাভুক্ত কোম্পানিগুলো একটি লুটপাট করার জায়গা হিসেবে ধরে নিয়েছে। আর সাধারণ বিনিয়োগকারীরা না বুঝেই সেই লুটপাটের শিকার হচ্ছেন।’

তিনি বলেন, ‘বর্তমানে ৭৬টি কোম্পানি ইস্যু মূল্যের নিচে অবস্থান করছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকার বিএসইসির চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার উদ্দেশে, ইস্যুয়ার কোম্পানির স্বার্থের কথা চিন্তা করার জন্য নয়। অথচ বিএসইসির সব পদক্ষেপ ইস্যুয়ার কোম্পানিগুলোর পক্ষে যাচ্ছে।’