এসএমই শিল্প অনেক কষ্টে দাঁড়িয়ে আছে: রুবানা হক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের টাইগারপাস নেভি কনভেনশন হলে বিজিএমইএ’র ইফতার মাহফিলে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি রুবানা হক, ছবি: বার্তা২৪

চট্টগ্রামের টাইগারপাস নেভি কনভেনশন হলে বিজিএমইএ’র ইফতার মাহফিলে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি রুবানা হক, ছবি: বার্তা২৪

ক্ষদ্র ও মাঝারি শিল্প (এসএমই) অনেক কষ্টে দাঁড়িয়ে আছে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যাগুলো নিরসনে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

শনিবার (১১ মে) নগরীর টাইগারপাস নেভি কনভেনশন হলে বিজিএমইএ’র ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রুবানা হক বলেন, ব্যবসা-বাণিজ্য ঠিক রাখতে হলে চট্টগ্রাম বন্দর সচল রাখতে হবে। এ জন্য চট্টগ্রামের ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে। বিজিএমইএ’র কর্মকাণ্ড শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এজন্য এখানকার ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।’

চট্টগ্রামের ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে রুবানা হক বলেন, নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। আপনারা ডাকলেই আমি চট্টগ্রামে ছুটে আসি। চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধান করা হবে।

বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নেতারা, বিভিন্ন শিল্পগ্রুপের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা ইফতারে অংশ নেন ।