পহেলা বৈশাখ উপলক্ষে ‘রবি’র ক্যাম্পেইন

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে পহেলা বৈশাখকে পরিচয় করিয়ে দিতে ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি ‘রবি’। ‘তোমার তোলা ছবিতে বিশ্বকে চেনাও পহেলা বৈশাখ’ শিরোনামের এই ক্যাম্পেইন চালু করেছে কোম্পানিটি।

পহেলা বৈশাখ উদযাপন এবং একে ঘিরে নানা সাংস্কৃতিক আয়াজনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

বিজ্ঞাপন

ক্যাম্পেইনে অংশ নিতে পহেলা বৈশাখের দিন হেলো ওয়ার্ল্ড, #মিটবৈশাখ, #ট্রাভেলগ্রাম, #পহেলাবৈশাখ ইত্যাদি হ্যাশট্যাগ দিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে হবে।

১৪ এপ্রিল ইনস্টাগ্রামে পহেলা বৈশাখকে বিশ্বজুড়ে একটি ট্রেন্ড বা ফ্যাশনে পরিণত করাও এ ক্যাম্পেইনের অন্যতম একটি লক্ষ্য।

প্রতি বছর ১৪ এপ্রিল বিশ্বজুড়ে বাঙালিরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে। বাঙালিদের সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ উৎসব হওয়া সত্ত্বেও বিশ্বের বহু মানুষই এ সম্পর্কে জানেন না।

স্পেনের লা টোমাটিনা ও বুল ফাইট, ব্রাজিলের কার্নিভাল, থাইল্যান্ডের সংক্রানের মতো জাতীয় উৎসবগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বহু পর্যটক শুধু এই উৎসবগুলোতে অংশ নিতে ওইসব দেশে যান। সাংস্কৃতিক মান এবং গুরুত্বের দিক দিয়ে পহেলা বৈশাখ ওই উৎসবগুলো থেকে কোনো অংশে কম নয়।

তাই বিশ্বজুড়ে পর্যটকদের কাছে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে এ প্রচারণাটি চালাবে ‘রবি’।