একাধিক স্তরের ভ্যাট হার বাস্তবায়নে ব্যবসায়ীদের সম্মতি 

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্যাট ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাতের প্রতিনিধিগণে মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

ভ্যাট ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাতের প্রতিনিধিগণে মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

আগামী বাজেটে নতুন করে বহুস্তর বিশিষ্ট মূল্য সংযোজন করের (ভ্যাট) হার বাস্তবায়নে দেশের ব্যবসায়ীরা সম্মতি প্রদান করেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘এ আইনে ভ্যাটের স্তর একাধিক হবে। এগুলো হচ্ছে ৫, ৭ দশমিক ৫ ও ১০ শতাংশ। এ বিষয়ে ব্যবসায়ীরা সম্মতি প্রদান করেছেন।’

রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি কমিটি কক্ষে ভ্যাট ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাতের প্রতিনিধিগণে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা নতুন ভ্যাট আইনে সম্মতি জানান।

বিজ্ঞাপন

বৈঠক সূত্র জানায়, আগামীতেও ১৫ শতাংশ ভ্যাটের আওতায় বেশ কয়েকটি পণ্য তালিকাভুক্ত থাকবে। এসব পণ্য হচ্ছে সিগারেট, গ্যাস, মোবাইল ফোনে কথা বলা ইত্যাদি।