কাউকে কষ্ট দিয়ে ট্যাক্স আহরণ করা হবে না: অর্থমন্ত্রী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘এবার আমাদের রাজস্ব আহরণ টার্গেট দুই লাখ ৯৬ হাজার কোটি টাকা। এটা অর্জন করতে হবে। তবে কাউকে কষ্ট দিয়ে ট্যাক্স আহরণ করা হবে না। সবার সঙ্গে উইন উইন অবস্থানে রাজস্ব আদায় করা হবে। সরকারের চাহিদা বেড়েছে।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়নে রাজস্ব আহরণ বাড়াতে হবে। ব্যাংক ঋণে সুদের হার কমানো হবে, এটা না করলে ব্যবসা কঠিন হয়ে যাবে। পুঁজিবাজারে তিন ধাপে ট্যাক্স কাটা হয়। এভাবে কয়েক ধাপে না কেটে একবারে কাটা হবে। পুঁজিবাজারের উন্নয়নে সবকিছু করা হবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার(৭ ফেব্রয়ারি) অর্থমন্ত্রী শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের অডিটরিয়ামে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন। বৈঠক বাংলাদেশে ব্যবসায়ীদের খরচ কিভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এফবিসিসিআই, ডিসিসিআই ও এমসিসিআই-এর ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশে ব্যবসাবান্ধব অবস্থা উন্নয়নের জন্য সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে। ব্যবসায়ীদের কেউ খালি হাতে ফিরে যাবে না। আমাদের আর ব্যবসায়ীদের অংশীদারী অবস্থানটা হবে উইন উইন।’