চলতি মৌসুমে আলু রফতানি শুরু

  • আবদুস সাত্তার, স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

সিঙ্গাপুরে আলুর প্রথম চালান পাঠিয়ে চলতি মৌসুমে শুরু হয়েছে আলু রফতানি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দর থেকে আলু রফতানির প্রথম চালানের ছাড়পত্র দেওয়া হয়। পরে ২৮ মেট্রিকটন আলু নিয়ে জাহাজ ওয়েলস্টিপ সিঙ্গপুরের উদেশে রওনা করে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ উইং থেকে জানা গেছে, ঢাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘থিংকস টু সাপ্লাই’ ২৮ মেট্রিকটন আলু সিঙ্গাপুর পাঠিয়েছে। সিঙ্গাপুরের এক্সিন ডা ফুডস্টাপ কোম্পানি লিমিটেড এই আলু কিনেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ‘থিংকস টু সাপ্লাই’ এর প্রোপ্রাইটার মোহাম্মদ জিয়াউল হক বার্তা২৪.কমকে বলেন, ‘আমারা প্রতি বছর আলু রফতানি করি। এ বছর সিঙ্গাপুরে পাঠানোর মাধ্যমে রফতানি শুরু করলাম। আলু ছাড়াও আমরা বিভিন্ন সবজি রফতানি করি।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুরে পাঠানো আলুর নাম গ্যানোলা আলু।’

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপ-পরিচালক জহিরুল ইমলাম বার্তা২৪.কমকে বলেন, ‘এ মৌসুমে প্রথম আলু রফতানির চালানটি আজ ছাড় করেছি। সামনে আলুর মৌসুম আসছে। আমাদের দেশ থেকে প্রচুর আলু রফতানি করা হয়। সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় আমাদের আলুর বাজার আছে। তবে আগে রাশিয়া ও ইন্দোনেশিয়াতে আলুর বাজার থাকলেও এখন সেটা নেই।’

কারেন্টাইন প্যাথলজিস্ট মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত আলুর গুণগত মান খুবই ভাল। গ্যানোলা জাতের আলু দেখতে গোল এবং স্বাদও ভাল।’