আম্মানে চলাচল করবে এমিরেটসের এ-৩৮০

  • স্পেশাল করেসপন্ডেন্ট  
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

 

এমিরেটস এয়ারলাইন চলতি বছরের ১ জুন থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুবাই-আম্মান রুটে তাদের ফ্ল্যাগশীপ উড়োজাহাজ এয়ারবাস এ-৩৮০ পরিচালনা করবে। বর্ধিত যাত্রী চাহিদার প্রেক্ষিতে এয়ারলাইনটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

বর্তমানে এই রুটে দৈনিক ৩টি ফ্লাইট চলাচল করছে। বহরের একটি এয়ারবাস এ-৩৮০ বৃহদাকার উড়োজাহাজের সাহায্যে পরিচালিত হবে।

দ্বিতল উড়োজাহাজটির দ্বিতীয় তলায় অবস্থিত প্রথম শ্রেণিতে ১৪টি ব্যক্তিগত স্যুইট এবং বিজনেস শ্রেণিতে ৭৬টি ফ্ল্যাট-বেড আসন ছাড়াও নিচের তলায় অবস্থিত ইকোনমি শ্রেণিতে ৪২৭টি আসন থাকবে।

উড়োজাহাজটির প্রথম শ্রেণির যাত্রীদের জন্য অনবোর্ড শাওয়ার স্পা এবং প্রথম ও বিজনেস শ্রেণি যাত্রীদের জন্য অনবোর্ড লাউঞ্জ সুবিধা রয়েছে।

বর্তমানে এমিরেটসের ১০৯টি উড়োজাহাজ রয়েছে এবং অর্ডার বুকে রয়েছে আরও ৫৩টি । ২০১৯-২০২০ অর্থ বছরে এমিরেটস আরও ৬টি নতুন এ৩৮০ উড়োজাহাজের ডেলিভারী গ্রহণ করবে।