বাণিজ্য মেলায় ইগলুর বাহারি আইসক্রিম

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ভোক্তাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নানা স্বাদ ও ফ্লেভার আইসক্রিমের পসরা সাজিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইগলু। কফি, হরলিক্স, স্ট্রবেরি, চকোলেটসহ নানা কালার ও ফ্লেভারে তৈরি হচ্ছে এসব আইসক্রিম।

এর মধ্যে রয়েছে সুইচ ক্যারামেল ও অ্যালমন্ড ফ্লেভারের আইসক্রিম, সুইচ চকোলেট, অ্যালমন্ড, দই আইসক্রিম, ইগো, মেগা, চকবার, মাচো, আইসক্যাফে ও নিউট্রিক্স হরলিক্স ফ্লেভারসহ নানা পদের আইসক্রিম। এছাড়াও রয়েছে বেলজিয়াম চকোলেট। দামে রয়েছে ভিন্নতা। ২৫ টাকা থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547378149193.jpg

কালারস রেড ও পিংক দুটি ফ্লেভারে নতুন আইসক্রিম নিয়ে এসেছে ইগলু। যার মধ্যে পিংক কালারেরটা স্ট্রবেরি ফ্লেভারে।

নতুন আইটেম গুলো ভোক্তা পর্যায়ে পরিচয় করিয়ে দিতে প্যাভিলিয়নে নেই ইগলুর জনপ্রিয় ভ্যানিলা আইসক্রিম।

এছাড়াও ম্যাংগো মিল্ক, চকোলেট মিল্ক, সঙ্গে ইগলু মিল্ক, সফটি আইসক্রিম রয়েছে ভ্যানিলা ও চকোলেট ফ্লেভারে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547378162708.jpg

মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত পাওয়া যাবে ইগলু মিল্কসেক। ১০ পদে পাওয়া যাবে পার্লার আইটেম স্কুপ।

ইগলু মার্কেটিং ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশন এক্সিকিউটিভ রিয়াদ হাসান বলেন, শুক্রবার অনেক ভিড় ছিল। এখন কিছুটা কম। আশা করছি বিকেল থেকে ভিড় জমবে। সামনের দিনগুলোতে বেচাবিক্রি বেশি হবে। বিশেষ করে ছুটির দিনগুলোতে। সবমিলিয়ে বেচাবিক্রি বেশ ভালো। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547378241742.jpg

তিনি আরও বলেন, মানুষের ভেতরে একটি ধারণা আছে যে, আইসক্রিম গরমের সময় খেতে হয়। কিন্তু বাইরের দেশে যেখানে ৯ মাস তুষারপাত হয় সেখানেও সবাই ডেসার্ট হিসেবে আইসক্রিম খাচ্ছে। তাই এটা ওয়েদার নয় মাইন্ড সেটআপের বিষয়। সেদিক থেকে গ্রাহকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে কফি, দই, হরলিক্স স্ট্রবেরিসহ নানা ফ্লেভারে আইসক্রিম রয়েছে। যাতে একটির পরিবর্তে আরেকটি পছন্দ করতে পারেন।