বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ার লভ্যাংশ বিও’তে জমা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরে যে শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে তা শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ ডিএসই’কে জানিয়েছে, ইতোমধ্যে শেয়ার লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে যোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০১৮) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে (৩০ জুন, ২০১৭) কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৬৫ পয়সা এবং এনএভি ছিল ১৪ টাকা ৫০ পয়সা।