শাজাহান খান থাই চেম্বারের সভাপতি নির্বাচিত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান ও সিনিয়র সহ-সভাপতি গাউস উদ্দিন, ছবি: সংগৃহীত

চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান ও সিনিয়র সহ-সভাপতি গাউস উদ্দিন, ছবি: সংগৃহীত

বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাজাহান খান। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি।

শনিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সম্মেলনে নির্বাচন বোর্ড নতুন কমিটি নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

২০১৮-২০ মেয়াদের জন্য চেম্বারের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আসিফ ইব্রাহিম, মফিজ-এ-ভূঁইয়া, মন্টচাই মুজিকাবাড, জাফর উম্মেদ খান, হোসেইন সাত্তার, হোসেন এ শিকদার, সুচাত শান্তিপদ, কিয়াতকাতি চাওপাকনাম, হাসান মাহমুদ চৌধুরী, জুনাইদ ঈবনে আলী।

চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান এস. এস শিপিং এন্ড ক্যাটারিং লিমিটেড এস. এস শিপিং অ্যান্ড ট্রেডিং, ফাতেমা রিয়েল এস্টেট অ্যান্ড ডেভলপার লিমিটেড, এস এস বিল্ডার্স এন্ড ডেভেলপারস লিমিটেরডের চেয়ারম্যান।

সিনিয়র সহ-সভাপতি গাউস উদ্দিন খান অ্যাসিউরেন্স মানি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান।

সহ-সভাপতি মনির হোসেন ভার্টেক্স গ্রুপের পরিচাল ও তিনি বিজিএমইর পরিচালক।

বাংলাদেশ-থাই চেম্বারে সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান নির্বাচন পরিচালনা করেন।