এক টুইটেই ইলন মাস্কের ১৪০০ কোটি ডলার ক্ষতি

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইলন মাস্ক, ছবি: সংগৃহীত

ইলন মাস্ক, ছবি: সংগৃহীত

অত্যাধুনিক গাড়ি নির্মাতা টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের এক টুইটেই তার ১৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সম্প্রতি টুইটারে ইলোন মাস্ক তার কোম্পানির শেয়ারমূল্য বেশি আছে বলে একটি পোস্ট করেন। এরপরেই কোম্পানির মূল্যমান থেকে ১৪০০ কোটি ডলার কমে যায়। শুধু তাই নয়, মাস্কের নিজের শেয়ার থেকেও ৩০০ কোটি ডলার কমে গেছে।

ইলোন মাস্ক তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে বেশকিছু টুইট পোস্ট করেন। এরমধ্যে টেসলার শেয়ারমূল্য এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও টুইট করেন।

তিনি টুইট বার্তায় লেখেন, 'টেসলার স্টক প্রাইজ ইজ টু হাই ইমো' অর্থাৎ টেসলার শেয়ারের দাম অনেক বেশি। আবার অন্য এক টুইটে লেখেন তার বান্ধবী তার ওপর বিরক্ত।

এর আগে, ২০১৮ সালে মাস্ক নিউইয়র্কের স্টক মার্কেটে টেসলার ভবিষ্যৎ নিয়ে টুইট করেন। এই অভিযোগে তাকে ২০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।