যেভাবে করোনা সংক্রান্ত গুজব ঠেকাতে সফল হোয়াটসঅ্যাপ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রান্ত গুজব ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সর্বত্র সংগ্রাম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকের আওতাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ বলছে তাদের প্ল্যাটফর্মে করোনা সংক্রান্ত ভাইরাল মেসেজের পরিমাণ ৭০ শতাংশ কমেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মতে, কোনো প্রাদুর্ভাব নিয়ে গুজব রটানো হলে তাকে বলা হয় 'ইনফো-ডেমিক'।

তাই বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রান্ত মিথ্যা-গুজব ঠেকাতে হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে বেশ কিছু ফিচারে পরিবর্তন আনা হয়। এরমধ্যে একই মেসেজ পাঁচ জনের বেশি ব্যবহারকারীর কাছে পাঠানো যাবে না এবং একসঙ্গে একাধিক চ্যাট গ্রুপেও পাঠানো যাবে না।

তবে বিশ্লেষকরা বলছেন, গুজবের বিরুদ্ধে লড়াই করতে এখনও অনেক কিছু করার বাকি আছে।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, তাদের প্ল্যাটফর্মে ভাইরাল মেসেজ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। আর এই পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড ইনক্রিপশন মেসেজিং নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: বিবিসি