ঘরে থাকতে গুগলের ডুডল প্রকাশ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে মানুষকে ঘরে থাকতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই ঘরে থেকে সময় কাটাতে ইউজারদের জন্য ইন্টারঅ্যাকটিভ ডুডল প্রকাশ করেছে গুগল।

গুগল তাদের কিডস প্রোগ্রামিংয়ের (শিশুদের জন্য তৈরি গেমের ভাষা) ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ডুডল শেয়ার করেছে।

বিজ্ঞাপন

আজ (২৭ এপ্রিল) গুগলের প্রকাশিত ডুডলে দেখা যায়, ইংরেজি গুগল শব্দের মধ্যে থেকে একটি বর্ণ 'ও' একটি শিশুর অবয়ব বোঝায়। এই অ্যানিমেটেড ডুডলে শিশুটি কম্পিউটারে গেম খেলছে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গুগলের হোমপেজে এই ডুডলটি দেখা যাবে। যেখানে লেখা 'স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম' অর্থাৎ ঘরে থাকুন এবং গেম খেলুন। এই পেজে ক্লিক করলে ২০১৭ সালে প্রকাশিত গুগলের বেশকিছু জনপ্রিয় কোডিং গেমসের পাতায় নিয়ে যাবে। যেখানে একটি 'র‍্যাবিট' গেম ফিচার করা রয়েছে।

বিজ্ঞাপন

২০১৭ সালে এই ডুডলটি প্রথম প্রকাশিত হয়। ডুডলটি তৈরিতে গুগল ডুডল টিম, গুগল ব্লকলি টিম এবং এমআইটি স্ক্র‍্যাচের গবেষকরা কাজ করেন।

বৈশ্বিক মহামারি ঠেকাতে মানুষকে ঘরতে থাকতে উৎসাহিত করতে গুগল এই পদক্ষেপ নিয়েছে। এছাড়া করোনাভাইরাস ট্র‍্যাকিং ম্যাপসহ বিভিন্ন প্রকল্পে কাজ করছে এই মার্কিন টেক জায়ান্ট।