অ্যাপল এবার টিকটকে!
সোশ্যাল টেক জায়ান্ট ফেসবুকে অ্যাকাউন্ট নেই কিন্তু টিকটকে আছে এমন ইউজারের সংখ্যা এখন অনেক। তাই বন্ধুমহলে অনেকেই হয়ত ঠাট্টা করত অন্যের টিকটকে অ্যাকাউন্ট খোলা নিয়ে। কিন্তু বিশ্বব্যাপী এত অল্পসময়ে টিকটকের আকাশচুম্বী জনপ্রিয়তা অস্বীকার করা যায় না। তাই এবার টিকটকে অ্যাকাউন্ট খুলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
নাইনটুফাইভম্যাকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল তাদের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট খুলেছে। যেখানে প্রোফাইলে ছবিতে অ্যাপলের লোগো এবং পাশে ভেরিফাইড চিহ্ন রয়েছে।
এখন পর্যন্ত, অ্যাপল কোনো পোস্ট শেয়ার করেনি। এই প্রোফাইলে ২ হাজার ফলোয়ার যুক্ত হয়েছে।
ধারণা করা হচ্ছে, অ্যাপলের প্রচার-প্রচারণার জন্যই অ্যাকাউন্টটি খোলা হয়েছে। আর ডিজিটিল মার্কেটিংয়ের যুগে এখন সবগুলো সোশ্যাল মিডিয়াতেই বিজ্ঞাপন দেখা যায়।
এর আগে, অ্যাপল তাদের 'শট অন আইফোন' ক্যাম্পেইনটি ইনস্টাগ্রামে পরিচালনা করেছে। যেখানে অ্যাপলের ২ কোটি ৩০ লাখ ফলোয়ার আছে।
সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ টিকটকের বিশ্বব্যাপী ৮০০ কোটি ব্যবহারকারী রয়েছে। তাই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বিবেচনা করে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে অ্যাপল এই অ্যাকাউন্ট খুলেছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত অ্যাপল কোনো মন্তব্য করেনি।