করোনাভাইরাস: কর্মীদের আর্থিক সহায়তা দেবে ফেসবুক

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেসবুক অফিসে কর্মী হেঠে যাচ্ছেন, ছবি: সংগৃহীত

ফেসবুক অফিসে কর্মী হেঠে যাচ্ছেন, ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের জন্য জনজীবন আজ বিপন্ন। তাই এই সংকটময় মুহূর্তে সোশ্যাল টেক জায়ান্ট ফেসবুক তাদের কর্মীদেরকে সহায়তার এক হাজার মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা, মার্ক জাকারবার্গ একটি অভ্যন্তরীণ নোটিশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

ফেসবুকের কর্মীদেরকে এই আর্থিক সাহায্যের পাশাপাশি তাদের কাজের সঠিক মূল্যায়ন করা এবং বছরে দুবার বোনাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক এক ব্লগ বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায় গোষ্ঠীকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। যে ৩০ টি অঞ্চলে ফেসবুক তাদের কর্ম পরিচালনা করছে সেখানে যাচাইয়ের ভিত্তিতে উপযুক্ত ৩০ হাজার ক্ষুদ্র ফার্মকে এই সহায়তা দেওয়া হবে।  

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী ফেসবুকে পূর্ণকালীন সময়ে কাজ করছেন ৪৫ হাজার কর্মী। আর খণ্ডকালীন এবং চুক্তিতে কাজ করছেন সহস্রাধিক কর্মী।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বছরের সবচেয়ে বড় বড় প্রযুক্তি সম্মেলনগুলো বাতিল করা হয়েছে। আর বর্তমান পরিস্থিতি মোকাবিলা ফেসবুক, টুইটার, গুগল ও অ্যাপল তাদের কর্মীদের বাসা থেকে কাজের নির্দেশ দিয়েছে।

সূত্র: বিবিসি