ইউজারদের গোপনীয়তা লঙ্ঘনে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রেলিয়ার সরকার

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোবাইলে ফেসবুকের লোগো, ছবি: সংগৃহীত

মোবাইলে ফেসবুকের লোগো, ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ইউজারদের তথ্য চুরির খবরের অভিযোগ নতুন কিছু নয়, এ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে অনেকবার। এবার ফেসবুকের বিরুদ্ধে গোপনীয়তার আইন ভঙ্গ করায় মামলা করেছে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলিয়ার গোপনীয়তার আইন ভঙ্গ করায় ফেসবুকের বিরুদ্ধে দেশটির সরকার ৫২৯ বিলিয়ন ডলারের মামলা করেছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের তথ্য মতে, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মধ্যে দেশটির প্রায় তিন লাখ ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে ফেসবুক। অভিযোগে জানা যায়, এই তথ্য চুরির জন্য ফেসবুক ‘ডিজিটাল লাইফ’ নামের একটি অ্যাপ ব্যবহার করেছে। যা ইউজারদের অনুমতি ছাড়াই তাদের ফোনে ইনস্টল হয়ে যায়। তবে অধিকাংশ ইউজারদের অভিযোগ তারা এমন কোনো অ্যাপ ইনস্টলের অনুমতি দেয়নি, কিন্তু তারপরেও কিভাবে ইনস্টল হয়েছে তারা অবগত নন।

অস্ট্রেলিয়ান তথ্য অধিদপ্তরের অভিযোগ, দেশটির ‘প্রাইভেসি অ্যাক্ট ১৯৮৮’ ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী  ফেসবুক এই আইন লঙ্ঘন করেছে।

বিজ্ঞাপন

তবে এবারই প্রথম নয়, এর আগেও ফেসবুকের বিরুদ্ধে ইউজারদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘনে ৫০০ কোটি ডলারের মামলা দায়ের করে জরিমানা করা হয়