স্যামসাংয়ের মিডরেঞ্জের ফোনে তিন ক্যামেরা ও লং ব্যাটারি লাইফ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্যামসাং গ্যালাক্সি এম২১, ছবি: সংগৃহীত

স্যামসাং গ্যালাক্সি এম২১, ছবি: সংগৃহীত

স্মার্টফোনের জগতে রাজত্ব করা দক্ষিণ কোরিয়া টেক জায়ান্ট এবার কাজ করছে মিডরেঞ্জের স্মার্টফোন নিয়ে। সম্প্রতি স্যামসাং এ ও এম সিরিজের বেশকিছু স্মার্টফোন বাজারে ছেড়েছে। তারই ধারাবাহিকতায় বাজারে আসছে গ্যালাক্সি এম২১।

স্যামসাং কর্তৃপক্ষ একটি টিজার প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে ১৬ মার্চ অবমুক্ত করা হবে গ্যালাক্সি এম২১। প্রকাশিত টিজার থেকে জানা যায়, এতে থাকছে ট্রেন্ডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

বিজ্ঞাপন

ফোনটিতে ইনফিনিটি-ইউ শেপ ডিজাইনের ডিসপ্লে রয়েছে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লের উপর থাকছে ওয়াটার ড্রপ নচ স্টাইল।

এর পেছনের ট্রিপল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। তবে এর অন্যান্য ফিচারগুলো সম্পর্কে এখনও জানা যায়নি। আর সেলফি তোলার জন্য থাকছে ২০ মেগাপিক্সেল ব্রাইট ক্যামেরা।

বিজ্ঞাপন

এই ফোনের ভিতরে এক্সিনস ৯৬১১ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফোনটির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হচ্ছে এতে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অপারেটিং সিস্টেম ১০ চলবে। সঙ্গে স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ২.০স্কিন চলবে।

ফোনটি নীল, কালো ও বেগুনি রঙে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে এর বাজারমূল্য বাংলাদেশি টাকায় ১৬ হাজারের মধ্যে হবে।