ফেসবুকের স্টোরিজ এখন ইনস্টাগ্রামে!

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফেসবুকের আওতাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের স্টোরিজ বর্তমানে একটি জনপ্রিয় ফিচার। আর এতদিন ইনস্টাগ্রাম থেকে কোনো পোস্ট দেবার সময় সরাসরি শুধু ফেসবুকে শেয়ারের অপশন ছিল। কিন্তু এখন থেকে ফেসবুকের স্টোরিজ সরাসরি ইনস্টাগ্রামেও শেয়ারর অপশন থাকবে।

মাই স্টোরিজে ইউজাররা তাদের প্রতিদিনের কর্মকাণ্ডের ছবি কিংবা আবেগ অনুভূতির পোস্ট শেয়ার করেন। যা ২৪ ঘণ্টা পরে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে এই ফিচারটি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কাজ করছে। কিন্তু কবে নাগাদ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে তা এখনও জানায়নি।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, নতুন ফিচারের মাধ্যমে ফেসবুকের আওতাধীন এই দুই প্ল্যাটফর্মের ইউজারদের মধ্যে আরও এনগেজমেন্ট বাড়ানো সহজ হবে। স্টোরিজ ফিচারে ইউজাররা এতটা মজে থাকেন যে, নিউজ-ফিড থেকে স্টোরিজেই বেশি সময় ব্যয় করছেন।

প্রসঙ্গত, সর্বপ্রথম স্ন্যাপচ্যাট স্টোরিজ নামের এই ফিচারটির সঙ্গে ইউজারদের পরিচয় করিয়ে দেয়। এর পরবর্তীতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ইউটিউবেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে ফিচারটি।

এর আগে ২০১৭ সালের অক্টোবর থেকে ইনস্টাগ্রামে স্টোরিজ যুক্ত হয়।

সূত্র: টেকক্রাঞ্চ