বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকা
আধুনিক প্রযুক্তির অন্যতম আবিষ্কার হচ্ছে স্মার্টফোন। আর একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা এখন ৩০০ কোটিরও বেশি। অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে একজন মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। তবে এতসব স্মার্ট ফোন কোম্পানির মধ্যে বিশ্বে হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডই বেশি জনপ্রিয়।
গবেষণা ফার্ম কাউন্টারপয়েন্ট সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে। যেখানে ১০ স্মার্টফোনকে এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ মার্কেট প্লাস অ্যাপল আইফোন এক্সআর কে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকার প্রথম স্থানে রেখেছে। অ্যাপল আইফোন এক্সআর ই একমাত্র মডেল যা রেকর্ড সংখ্যক বিক্রি হয়েছে এবং বিশ্বব্যাপী এর মার্কেট শেয়ার দ্বিগুণ হয়েছে। এছাড়া অ্যাপল উত্তর আমেরিকার শীর্ষ পাঁচটি স্থান দখল করেছে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ইউরোপ, মধ্য প্রাচ্য এবং আফ্রিকা, চীন, ল্যাটিন আমেরিকা এবং এশিয়া প্যাসিফিকের বাকি অংশগুলিতে শীর্ষ পাঁচটি সেরা বিক্রিত স্মার্টফোনের নামে।
উত্তর আমেরিকায় সর্বাধিক বিক্রিত পাঁচটি স্মার্টফোন
১. অ্যাপল আইফোন এক্সআর
২. অ্যাপল আইফোন ১১
৩. অ্যাপল আইফোন ৮
৪. অ্যাপল আইফোন ১১-প্রো ম্যাক্স
৫. অ্যাপল আইফোন এক্সএক্স ম্যাক্স
ইউরোপে সর্বাধিক বিক্রিত পাঁচটি স্মার্টফোন
১. স্যামসাং গ্যালাক্সি এ৫০
২. অ্যাপল আইফোন এক্সআর
৩. অ্যাপল আইফোন ১১
৪. স্যামসাং গ্যালাক্সি এ১০
৫. স্যামসাং গ্যালাক্সি এ৪০
চীনে সর্বাধিক বিক্রিত পাঁচটি স্মার্টফোন
১. অপো এ৫
২. অপো এ৯
৩. ভিভো ওয়াই৯৩
৪. ভিভো ওয়াই৯৩এস
৫. হুয়াওয়ে পি৩০
লাতিন আমেরিকায় সর্বাধিক বিক্রিত পাঁচটি স্মার্টফোন
১. স্যামসাং গ্যালাক্সি এ১০
২. স্যামসাং গ্যালাক্সি জে২ কোর
৩. মটোরোলা মটো ই৫ প্লে
৪. স্যামসাং গ্যালাক্সি এ২০
৫. স্যামসাং গ্যালাক্সি জে৪ কোর
মধ্য প্রাচ্য এবং আফ্রিকায় সর্বাধিক বিক্রিত পাঁচটি স্মার্টফোন
১. স্যামসাং গ্যালাক্সি এ১০
২. স্যামসাং গ্যালাক্সি এ২ কোর
৩. স্যামসাং গ্যালাক্সি এ৫০
৪. স্যামসাং গ্যালাক্সি এ২০
৫. স্যামসাং গ্যালাক্সি এ১০এস
ভারত ও সিঙ্গাপুরে সর্বাধিক বিক্রিত পাঁচটি স্মার্টফোন
১. অপো এ৫এস
২. স্যামসাং গ্যালাক্সি এ৫০
৩. অ্যাপল আইফোন এক্সআর
৪. স্যামসাং গ্যালাক্সি এ১০
৫. রিয়েলমি সি২
সূত্র: গ্যাজেটসনাও