নতুন মেসেঞ্জার হবে আরও গতিশীল

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেসবুক মেসেঞ্জার, ছবি: সংগৃহীত

ফেসবুক মেসেঞ্জার, ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ মেসেঞ্জারকে আরও সহজ ও গতিশীল করতে ডিসকভার ট্যাবটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

টেক ক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেসেঞ্জারে নতুনত্বসহ সিম্পল করতে নতুন নকশায় ডিসকভার ট্যাবটি বাতিল করা হবে। যা আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে। মূলত ডিসকভার ট্যাব থেকে বিভিন্ন চ্যাটবটকে মেসেঞ্জারে অ্যাড সুবিধা ছিল।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটের ইন্টারফেসের আদলে এই পরিবর্তন নিয়ে আসছে ফেসবুক। সোশ্যাল মিডিয়া নিজেদের অবস্থান ধরে রাখতে ফেসবুক এই নতুন উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

মেসেঞ্জারের নতুন সংস্করণে দেখা যাবে, ফেসবুক ‘পিপল’ সেকশন নামের একটা ট্যাব প্রোমোট করছে। যা থেকে সম্প্রতি কে কে নতুন ফেসবুক স্টোরি আপলোড করেছে সেগুলো বড় আকারের চারকোনা বাক্সে দেখা যাবে। এছাড়া ফেভারেট কন্টাক্টগুলোর তালিকা দেখা যাবে এবং যারা অনলাইনে আছে তাদের তালিকা বড় করে দেখা যাবে।

নতুন নকশায় ইনস্ট্যান্ট গেমস এবং ট্রান্সপোর্টেশন ফাংশন চ্যাট ইউটিলিটি থেকে সরিয়ে সরাসরি অ্যাপে নিয়ে যাওয়া হবে। শুধু মূল অ্যাপই নয়, মেসেঞ্জার কিডসেও পরিবর্তন আনা হবে। ফলে অভিভাবকরা তাদের বাচ্চাদের মেসেঞ্জার অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারবেন।

সম্প্রতি মেসেঞ্জার কিডে নিরাপত্তা জোরদার করতে নতুন প্রাইভেসি ফিচার যুক্ত করেছে সোশ্যাল মিডিয়া টেক জায়ান্ট ফেসবুক।