পাঠাওর সঙ্গে শেয়ারট্রিপের চুক্তি

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাঠাওর সঙ্গে শেয়ারট্রিপের চুক্তি

পাঠাওর সঙ্গে শেয়ারট্রিপের চুক্তি

ভ্রমণ বিষয়ক অ্যাপ শেয়ারট্রিপের সঙ্গে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের বৃহত্তম অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও লিমিটেড।

এই চুক্তির মাধ্যমে পাঠাও গোল্ড এবং প্লাটিনাম ইউজাররা যথাক্রমে শেয়ারট্রিপ থেকে ১০ শতাংশ এবং ১৫ শতাংশ হারে ছাড় পাবেন। পাঠাও গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার লক্ষ্যে বদ্ধ পরিকর। শেয়ারট্রিপ কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর মাধ্যমে ইউজাররা পাঠাও রাইডস এবং পাঠাও ফুড ব্যবহারে পাবেন পয়েন্টস যা পরবর্তীতে ইউজারদের, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম সদস্যে উত্তীর্ণ করবে। পাঠাও পয়েন্টসের বিভিন্ন ধাপের সদস্যরা পেয়ে থাকেন ডিসকাউন্টসহ আকর্ষণীয় সব সুযোগ ও সুবিধা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পাঠাওয়ের সিএফও ফাহিম আহমেদ, লিড মার্কেটিং ম্যানেজার সায়েদা নাবিলা মাহাবুব ও শেয়ারট্রিপ এর সিইও/ প্রতিষ্ঠাতা কাশেফ রহমান, চিফ কমার্শিয়াল অফিসার সাদিয়া হক, চিফ সেলস অফিসার সিবলী সাদিক।