ক্রেডিট কার্ড সাইজের কম্পিউটার বানাবে গুগল

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিঙ্গেল বোর্ড কম্পিউটার, ছবি: সংগৃহীত

সিঙ্গেল বোর্ড কম্পিউটার, ছবি: সংগৃহীত

উনবিংশ শতাব্দীতে আবিষ্কৃত বিশ্বের প্রথম কম্পিউটারের আকার ছিল বিশাল। যা একটি স্কুলের বেজমেন্টে বৃহৎ আকারের জায়গায় স্থাপন করা হয়েছিল। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে এখন অনেক ছোট হয়ে এসেছে। কিন্তু একটি ক্রেডিট কার্ড সাইজের কম্পিউটার তৈরি করার কথা সেই সময় স্বপ্নের মতো হলেও এখন তা ভাবা যায়।

সম্প্রতি মার্কিন টেক জায়ান্ট গুগল এবং কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস যৌথভাবে ছোট আকারের কম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছে। এর আকার এতই ছোট যে একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ জায়গায় কম্পিউটারটি রাখা যাবে। ছোট আকারের এই কম্পিউটারকে বলা হবে ‘থিঙ্কার বোর্ড’ যা সিঙ্গেল বোর্ড কম্পিউটার হিসেবে পরিচিত পাবে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) অ্যাপস পরিচালনা করাই হবে থিঙ্কার বোর্ডের মূল কাজ।

আনানদ টেকের প্রতিবেদন অনুযায়ী, থিঙ্কার বোর্ডের দুটি ভ্যারিয়েন্ট থাকবে। একটি থিঙ্কার এজ-ট এবং থিঙ্কার এজ-আর। এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে রকচিপ ‘আরকে ৩৩৯৯ প্রো’ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইন্টারনেট অব থিংস (আইওটি) টেকনোলোজি ২০১৯ সম্মেলনে আসুস তাদের সিঙ্গেল বোর্ড কম্পিউটারের প্রদর্শনী করবে। আইওটি টেকনোলোজি (২০১৯) জাপানে নভেম্বরের ২০ তারিখ অনুষ্ঠিত হবে।

সূত্র: গ্যাজেটস নাও