প্রকাশকদের টাকা দেবে ফেসবুক!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেসবুক অ্যাপে নিউজ ট্যাব ফিচার, ছবি: সংগৃহীত

ফেসবুক অ্যাপে নিউজ ট্যাব ফিচার, ছবি: সংগৃহীত

এক দশক ধরে ফেসবুকে প্রকাশিত কনটেন্টের জন্য প্রকাশকদের টাকা দেওয়ার ব্যাপারে গড়িমসি করে আসছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সমালোচিত হলে ভুয়া খবর বন্ধ করতে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে শিরোনাম গ্রহণ এবং বিনিময়ে প্রকাশকদের টাকা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্রে ফেসবুক অ্যাপে 'নিউজ ট্যাব' নামে একটি নতুন সেকশন যুক্ত করা হয়েছে। এতে স্বনামধন্য চুক্তিবদ্ধ মিডিয়া কোম্পানিগুলোর শিরোনাম দেখা যাবে। আর শিরোনামে ক্লিক করেই প্রকাশকদের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

এরমধ্যে রয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ওয়াশিংটন পোস্ট, বাজফিড, বিজনেস ইনসাইডার, এনবিসি, ইউএসএ টুডে, লস অ্যাঞ্জেলস টাইমস সহ বেশকিছু সংবাদমাধ্যম।

তবে তাদেরকে সরাসরি অর্থ দেওয়া হবে নাকি বিজ্ঞাপনের আয়ের লাভাংশ দেওয়া হবে তা স্পষ্ট করেননি ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ।

ফেসবুকে প্রকাশিত সংবাদের জন্য আর্থিকভাবে কোনো সুবিধা না পাওয়ায় মিডিয়া কোম্পানিগুলো হতাশ ছিল। কেননা ফেসবুকের নিউজফিডের কনটেন্টের একটি বিশাল জায়গা জুড়ে রয়েছে এসব প্রকাশকদের কনটেন্ট।

সূত্র: গ্যাজেটস নাও