মাইক্রোসফটের কর্মীকে গুগলে নিয়োগ

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাইক্রোসফটের সাবেক কর্মকর্তা জাভিয়ার সোলতেরো, ছবি: সংগৃহীট

মাইক্রোসফটের সাবেক কর্মকর্তা জাভিয়ার সোলতেরো, ছবি: সংগৃহীট

মাইক্রোসফট অফিসের সাবেক কর্মকর্তা জাভিয়ার সোলতেরোকে জি স্যুটের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে গুগল।

সোমবার (২১ অক্টোবর) সোলতেরো এক টুইট বিবৃতির মাধ্যমে তার নতুন চাকরির খবর প্রকাশ করেছেন। গুগল স্যুটের বেশকিছু জনপ্রিয় সার্ভিস জিমেইল, গুগল ডকস, গুগল ড্রাইভ ইত্যাদি।

বিজ্ঞাপন

সোলতেরো টুইট পোস্টে জানান, তিনি গুগল স্যুটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা সত্যি আনন্দের।

সোলতেরোর তৈরি স্টার্টআপ অ্যাকম্প্লি মাইক্রোসফট কিনে নিলে তা আউটলুক মোবাইল হিসেবে পরিচিতি লাভ করেন। আউটলুক মোবাইল টিমকে কয়েক মাস পরিচালনার পরে তাকে পুরো আউটলুকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে মাইক্রোসফটের কর্টানার হেড অব ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। মাইক্রোসফট ছাড়ার পরে বেশকিছু দিন তিনি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিতে কাজ করেছেন।

সূত্র:গ্যাজেটস নাও