ফেসবুকের ডেক্সটপ ভার্সনেও ডার্ক মুড!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেসবুকের ডেক্সটপ ভার্সনে ডার্ক মুড, ছবি: সংগৃহীত

ফেসবুকের ডেক্সটপ ভার্সনে ডার্ক মুড, ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়াসহ বেশকিছু প্ল্যাটফর্মে ‘ডার্ক মুড’ ফিচারটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপে এই ফিচারটি চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায়, ফেসবুকের ডেক্সটপেও এবার ডার্ক মুড ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে ফেসবুক একটি সীমিত সংখ্যক ইউজারদের মধ্যে ডার্ক মুডের বেটা ভার্সনটি ব্যবহার করতে পারছে। তবে তা খুব শীঘ্রই বিশ্বব্যাপী ইউজারদের জন্য উন্মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

বেশকিছু ইউজার তাদের ব্রাউজার থেকে ফেসবুকের ডার্ক মুড ফিচার ব্যবহার করেছেন। অনেকে আবার নতুন ইন্টারফেসটি দেখতে কেমন তার ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এই নতুন ভার্সনটি দেখতে অনেকটা টুইটারের ডার্জ মুডের মতো।

বিজ্ঞাপন

আনাস টিপু নামের এক ইউজার, ডার্ক মুড ব্যবহারের অভিজ্ঞতা জানানোর জন্য তিনি লেখেন, নতুন ডেক্সটপ সংস্করণ ব্যবহারের জন্য তাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।
অন্য আরেক জন ইউজারের মতে, ডেক্সটপে ডার্কমুড ফিচারটি অসাধারণ। যা অনেকটা টুইটারের ডার্কমোডের সঙ্গে মিল রয়েছে।

সূত্র: দ্য নেক্সট ওয়েব