কবে আসবে গ্যালাক্সি ফোল্ড ২!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্যালাক্সি ফোল্ড ২, ছবি: সংগ্রৃহীত

গ্যালাক্সি ফোল্ড ২, ছবি: সংগ্রৃহীত

সম্প্রতি বাজারে উন্মোচিত হলো স্যামসাংয়ের বহুল আলোচিত গ্যালাক্সি ফোল্ডেবল স্মার্টফোন। ব্যাপক বাধাবিপত্তি পেরিয়ে গ্যালাক্সি ফোল্ড বাজারে ছাড়ার পরেই এবার স্যামসাং ঘোষণা দিয়েছে গ্যালাক্সি ফোল্ডের নতুন সংস্করণ গ্যালাক্সি ফোল্ড ২।

গ্যালাক্সি ফোল্ডের দ্বিতীয় সংস্করণটির দেখা মিলবে ২০২০ সালের এপ্রিলে।

বিজ্ঞাপন

স্যামসাং তাদের নতুন এই ফোল্ডেবল ফোনের ডিসপ্লে ত্রুটি এড়াতে প্রোটেক্টিভ লেয়ার হিসেবে থাকবে আলট্রা থিন গ্লাস ব্যবহার করবে।

ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি ফোল্ড ২ আগের সংস্করণ থেকে কিছুটা বড় হবে। ডিভাইসটি আনফোল্ড করলে ৮ দশমিক ১ ইঞ্চি হবে। পাশাপাশি স্যামসাং সাশ্রয়ী মূল্যে বিশ্বব্যাপী গ্যালাক্সি ফোল্ড বাজারজাতকরণের পরিকল্পনা।

বিজ্ঞাপন

তবে এর বাজারমূল্য কত হবে তা এখনও নির্ধারণ করেনি স্যামসাং।

সূত্র: গ্যাজেটস নাও

আরও পড়ুন: চীনের বাজারে আসছে না গ্যালাক্সি ফোল্ডেবল

আরও পড়ুন: নাটকীয়তা শেষে ৬ সেপ্টেম্বর বাজারে আসছে গ্যালাক্সি ফোল্ড