স্যামসাং এ৫০ হ্যান্ডসেটটির আপডেট নিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের বাজারে স্যামসাং এ৫০ হ্যান্ডসেটটির জনপ্রিয়তা এখন তুঙ্গে। কিন্তু আগে হ্যান্ডসেটটিতে নানা সমস্যা দেখা দিত।

যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে অধিক সময় লাগত। ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যেত। এর কারণে অনেকে নিজের স্যামসাং এ৫০ হ্যান্ডসেটটি কম দামে বিক্রি করে দিয়ে অন্য হ্যান্ডসেট ক্রয় করত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) এক সিকিউরিটি প্যাচ আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে স্যামসাং । এর ফলে এখন আগের চেয়ে তুলনামূলক ৯৫ শতাংশ দ্রুত গতিতে কাজ করছে ইনডিসপ্লে বায়োমেট্রিক সেন্সর এবং ব্যাটারির চার্জও বেশি সময় থাকবে।

যেভাবে নেবেন এই আপডেট:

প্রথমে আপনার ফোনের সেটিংস এ যাবেন। এরপর সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করুন। সেখানে থাকা ডাউনলোড অ্যান্ড ইন্সটল বাটনে চাপ দিয়ে নিজের ফোনের আপডেট প্যাচটি ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে নিজে থেকেই ইংরেজিতে লেখা ইন্সটল নাউ অপশন আসবে। সেখানে ক্লিক করুন।

হয়ে গেল ফোন আপডেট। আপডেট হবার পর ফিঙ্গারপ্রিন্ট রিমুভের অপশন আসবে। সেটি ক্লিক করে পূর্বের ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিন। দেখবেন এরপর থেকে আপনার হ্যান্ডসেটটি দ্রুত গতিতে চলছে।