এবার চিকিৎসার সঠিক তথ্য পাওয়া যাবে গুগলে

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চিকিৎসার সঠিক তথ্য পাওয়া যাবে গুগলে, ছবি: সংগৃহীত

চিকিৎসার সঠিক তথ্য পাওয়া যাবে গুগলে, ছবি: সংগৃহীত

যা নেই ভূগলে তাও আছে গুগলে। অর্থাৎ আমাদের আগ্রহের যেকোনো বিষয় সম্পর্কে গুগল করে জেনে নিতে পারি। কিন্তু গুগলের সার্চ রেজাল্টের সব তথ্য উপাত্তই যে সত্য এমন কোনো কথা নেই। তাই ইউজারদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত সঠিক বস্তুনিষ্ঠ তথ্য দিতে গুগল চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

বুধবার (৭ আগস্ট) গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সার্চ অ্যান্ড অ্যাসিসটেন্ট বেন গোমেস বলেন, ‘গুগলের সার্চ রেজাল্টে সবসময় সঠিক এবং প্রাসঙ্গিক তথ্য দিতে আমরা কাজ করে যাচ্ছি। আর ইউজারদের উদ্দেশে বিভিন্ন রোগের লক্ষণ এবং স্বাস্থ্য সংক্রান্ত সঠিক তথ্য দিতে চিকিৎসকদের সঙ্গে যুক্ত হয়েছি।’

বিজ্ঞাপন

তিনি জানান, সার্চ লিস্টে বিভিন্ন রোগের লক্ষণ, প্রতিকারের তথ্যগুলো সেই বিষয়ে দক্ষ ডাক্তারদের দেওয়া তথ্য পরিবেশন করা হবে। তথ্যনির্ভর এসব তথ্য বিশ্বব্যাপী মেডিকাল বডি এবং ক্লিনিকের কাছ থেকে নেওয়া হবে। ফলে ইউজাররা গুগল সার্চ রেজাল্ট থেকে সঠিক তথ্যটিই পাবেন।

সূত্র: গ্যাজেটস নাও

বিজ্ঞাপন