আসছে এক্সবক্সের নতুন গেমিং কনসোল ‘প্রোজেক্ট স্কারলেট’
জনপ্রিয় ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট গেমিং প্রেমীদের জন্য নতুন এক্সবক্স নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
রোববার (৯ জুন) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাইক্রোসফট এই ঘোষণা দেয়।
মাইক্রোসফটের নতুন এই কনসোলের কোডনেম হচ্ছে ‘প্রোজেক্ট স্কারলেট’ যা এ বছরের শেষ দিকে গেমিং এর বাজারে রাজত্ব করতে আসছে।
প্রতিষ্ঠানটি বলছে, এই কনসোলটি সর্বোচ্চ দ্রুতগতির হবে যা ‘এক্সবক্স ওয়ান এস’ থেকে চারগুণ বেশি দ্রুত গতিসম্পন্ন হবে। এই কনসোলে বৃহৎ আকারের মেমোরি যুক্ত করা হয়েছে যা উন্নত গ্রাফিক্স এবং হাই পারফরম্যান্স নিশ্চিত করবে। সম্প্রতি এক্সবক্সের টিজারে (ভিডিওতে) নতুন এই কনসোলের সুপার ফাস্ট পারফরম্যান্স বোঝাতে গ্রাহকদের উদ্দেশ্যে একটি ভিডিও প্রকাশ করে মাইক্রোসফট।
এছাড়াও নতুন এই কনসোলের পাশাপাশি থাকছে ‘হালো ইনফিনিটি’ গেম এবং নতুন এক্সবক্স কন্ট্রোলার। যা ব্লুটুথ সংযোগে ব্যবহার করা যাবে এবং একবার চার্জেই ৪০ ঘণ্টা ব্যাকআপ দিবে।
মাইক্রোসফট গেমিংয়ের ভাইস প্রেসিডেন্ট ফিল স্পেন্সার বলেন, ‘একটি কনসোল শুধুমাত্র একটি কাজের জন্যই ব্যবহার করা উচিত, যা শুধুই গেমের জন্য বিশেষভাবে তৈরি করা হবে।’
মাইক্রোসফট বলছে, এই পর্যন্ত গেমাররা কনসোল এ যতো গেম খেলেছেন তার মধ্যে ‘প্রোজেক্ট স্কারলেট’ সবচেয়ে ভাল পারফরম্যান্স নিশ্চিত করবে। তবে সম্প্রতি মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী সনি তাদের নতুন ‘প্লে-স্টেশন-৪’ গেমিং কনসোল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে এক্সবক্স ওয়ান এক্স নামের একটি গেমিং কনসোল বাজারে ছাড়ে মাইক্রোসফট।
সূত্র: সিএনএন