এবার আসছে টাচ স্ক্রিন ইলেকট্রিক টুথব্রাশ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিসপত্রে এখন প্রযুক্তির ব্যবহার বিদ্যমান। কিন্তু এবার টাচ স্ক্রিন ইলেকট্রনিক টুথব্রাশ নিয়ে আসছে চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমির অংশীদার ওক্লিন ব্র্যান্ড।

ওক্লিন তাদের সামাজিক যোগযোগ মাধ্যম উইবো অ্যাকাউন্টে আগামী সপ্তাহে ইলেকট্রিক ব্রাশ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, এটি হবে বিশ্বের প্রথম টাচ স্ক্রিন ইলেকট্রনিক ব্রাশ। প্রকাশ হওয়া ছবিতে দেখা যায়, ব্রাশে যে ছোট্ট ডিসপ্লেটি দেখা যাচ্ছে তা শাওমি ওয়্যারেবল ‘ব্যান্ড-৩’ বেল্ট ছাড়া ব্রাশে যুক্ত করা হয়েছে।

এই স্মার্ট টুথব্রাশকে বলা হচ্ছে, ‘ওক্লিন এক্স’ যা প্রতি মিনিটে ৪০ হাজার ভাইব্রেটিং স্পিড চলবে। তবে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী চাইলে তা কাস্টমাইজড করে নিতে পারবেন। এছাড়াও ব্রাশ করার সময় এতে ৩২টি লেভেল পর্যন্ত ইনটেনসিটি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আর ব্রাশ করার সময় মুখের অভ্যন্তরীণ এবং কিভাবে ব্রাশটি কাজ করছে তা দেখা যাবে এর ছোট্ট মনিটরে। এর টাচ স্ক্রিনে ব্রাশ করার নিয়মাবলী এবং মুখের স্বাস্থ্যগত বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করবে। এতে বাড়তি কোন মোবাইল অ্যাপের প্রয়োজন নেই।

প্রতিষ্ঠানটি বলছে তাদের এই টাচ স্ক্রিন ব্রাশটি বাজারে থাকা অন্যান্য ইলেকট্রনিক ব্রাশ থেকে অনেক সাশ্রয়ী হবে।

সূত্র: জিসমোচীনা.কম।