টুইটার এ চাকরির অফার

  • টেক ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

টুইটারে চাকরি, ছবি: সংগৃহীত

টুইটারে চাকরি, ছবি: সংগৃহীত

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার অফার করছে চাকরি। তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টটি পরিচালনার জন্য একজন ক্রিয়েটিভ স্টোরি টেলারকে খুঁজছে প্রতিষ্ঠানটি।

টুইটারের জব সেকশনে প্রতিষ্ঠানটির সদর দফতর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ‘টুইটার ইন চিফ’ নামে একটি পদ খালি আছে। তাই টুইটারের পেইজ কে আরো ডাইনামিক এবং ইন্টারঅ্যাক্টিভ করতে একজন দক্ষ ব্যক্তি খুঁজছে টুইটার।

বিজ্ঞাপন

টুইট বার্তায় জব ডেস্ক্রিপশনে বলা হয়, ‘আপনি এখন টুইটারের জন্য লিখবেন, সম্পাদকীয়তে লিখবেন এবং পরিচালনা দলকে নেতৃত্ব দেবেন।’

এই পদের জন্য শর্তাবলী হচ্ছে, সৃজনশীল এবং গল্প বলার ভালো দক্ষতা থাকতে হবে।

বিজ্ঞাপন

টুইটারের অফিশিয়াল পেইজটির যাত্রা শুরু করে ২০০৭ সালে, বর্তমানে এই পেইজের অনুসারীর সংখ্যা ৫৬.২ মিলিয়ন।

টুইটারের এই অ্যাকাউন্ট থেকে নতুন ফিচার, টুইটারের নিজস্ব সংবাদ এবং কনভারসেশনে বিশ্বব্যাপী ইউজারদের সঙ্গে কমিউনিকেশন করা হয়। এছাড়াও মজার মজার মিম এবং জিফ ফাইলও শেয়ার করা হয় এই পেইজ থেকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস