দেখা যাবে না কার কত লাইক!

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক পেতে কার না ভাল লাগে। বিশেষত ফেসবুকে কার লাইক কত এ নিয়ে বন্ধুদের মধ্যে চলে খুনসুটিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কার ভক্ত কত, প্রভাব কত, কোনো বিষয়ের নির্ভরযোগ্যতা কত তা অনেকে আবার লাইক দেখেই বিবেচনা করে।

বিজ্ঞাপন

কিন্তু সেই লাইকই যদি দেখা না যায় তাহলে? হ্যাঁ ইনস্টাগ্রামের পোস্টে এখন আর লাইকের সংখ্যা দেখা যাবে না। অর্থাৎ কার ছবিতে কত লাইক তা যার পোস্ট সে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। বলা হচ্ছে, ব্যবহারকারীদের গুরুত্বের কথা বিবেচনা করে নতুন এই ফিচার চালু করবে ইনস্টাগ্রাম।

প্রযুক্তি গবেষক জেন মঞ্চুন ওয়াং যিনি প্রথম ইনস্টাগ্রামের পরীক্ষামূলক এই পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। তার প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, যেখানে একটি পোস্টে শুধুমাত্র একটি লাইক দেখাচ্ছে।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রাম বলছে, এই ফিচারটি দিয়ে একজন ব্যবহারকারী কি (শেয়ার) করেছেন সেই বিষয়ে আলোকপাত করতেই এই ফিচার টি চালু করেছে তারা। তাই এখন মূল বিষয় শুধু লাইক নয়, মূল হচ্ছে কনটেন্ট বা বিষয়।

তবে যে ব্যক্তি পোস্ট শেয়ার করবেন শুধুমাত্র সেই দেখতে পারবে মোট লাইকের সংখ্যা কত। এছাড়া ইনস্টাগ্রাম স্টিকার কমেন্টসহ বেশকিছু নতুন ফিচার নিয়ে কাজ করছে।

ফটো শেয়ারিং এই অ্যাপটির নতুন সংস্করণে মিউজিক ফিচার এবং প্রতিদিনের 'মাই স্টোরি' তে আরো নতুনত্ব আনবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।