এবার আসছে ফেসবুকের ভয়েস অ্যাসিসটেন্ট

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতোমেধ্য গুগলের ওকে গুগল এবং অ্যাপেলের সিরি ভয়েস অ্যাসিসটেন্ট সার্ভিস বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এরই ধারবাহিকতায় একই পথে এবার হাঁটতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

ফেসবুকের নিজস্ব ভয়েস অ্যাসিসটেন্ট সেবা চালু করবে বলে কোম্পানির মুখপাত্র নিশ্চিত করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভয়েস অ্যাসিস্টেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নে কাজ করছে তারা। যা শধু তাদের নিজস্ব প্রোডাক্টেই নয় এর বাইরেও কাজ করবে।

বিজ্ঞাপন

সিএনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সাল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিজিটাল অ্যাসিসটেন্সের উন্নয়নের জন্য কাজ করে আসছে ফেসবুক। তবে কীভাবে এই প্রযুক্তিটি ব্যবহার করা হবে এবং কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে তা এখনো জানায়নি ফেসবুক।

বর্তমানে ফেসবুকের ভিডিও পোর্টালের চ্যাট স্পিকার হিসেবে ফেসবুক আমাজনের অ্যালেক্সা ব্যবহার করে কার্য সম্পাদন করছে।

বিজ্ঞাপন

এর আগে ২০১৮ সালে ফেসবুক মেসেঞ্জারের অ্যাসিসটেন্ট হিসেবে ‘এম’ নামে একটি ভয়েস অ্যাসিসটেন্ট ফিচার চালু করেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। কিন্তু গ্রাহকদের মাঝে এই ফিচারটি তেমন জনপ্রিয়তা লাভ করতে পারেনি।

খবর- দ্যা ভার্জ